আজ আবার ছুঁলো ফাগুন হাওয়া
তৃষিত হৃদয় কূলে,
রং বসন্তে ফুলের কুড়িরা
হাসলো পাপড়ি খুলে!
দখিনা হাওয়ায় ভেসে যায় মন
ভ্রমরেরা গায় গান অনুক্ষণ,
মধুসুধা ভরা মন মৌচাকে-
প্রজাপতি অলি ওড়ে ঝাঁকে-ঝাঁকে!
আজকে নামুক আকাশ বৃষ্টি-
ছারখারে যাক সকল সৃষ্টি!
দু’নয়নে আজ মাতাল দৃষ্টি-
দু’হাতে রচবো ছন্দ-কৃষ্টি।।