যেমন কর্ম তেমন ফল
লালু ও রাবড়ির কন্যা ইংরেজি স্কুলে পড়ে। ওদের মেয়েঐতিহ্যর বয়স পাঁচ। লালু ব্যবসা করেআর রাবড়ি একটা প্রাইভেট সংস্হায় কাজ করে।লালুর মা , শিক্ষকতা করতেন। সম্প্রতি অবসর নিয়েছেন।লালুর বাবা ব্যবসা করতেন,যেটির মালিক লালু হয়েছে। ছেলের ব্যবসার উন্নতির জন্য মা তার সঞ্চিত অর্থ নিজের ভবিষ্যতের কথা না ভেবে ছেলেকে দিয়ে দেন।যা গহনা ছিল ছেলের বৌ ও একমাত্র মেয়েকে দিয়ে দেন। মেয়ে মায়ের অবসরের পর মার কাছে এক লক্ষ টাকা নেয়। বলেছিল জামাই এর কাজের উন্নতি হলে সুদসমেত দিয়ে দেবে।
রাবড়ি সব কাজ নিজে করে, শাশুড়িকে বলে দিয়েছে,এটা তার সংসার ,তাই কিছু করতে হবে না।অফিস যাবার আগে টেবিলে শ্বশুর ও শাশুড়ির খাবার গুছিয়ে রেখে যায়।লালু ভাবে তার বৌ ,তার বাবা ও মার জন্য কত কিছুই করে!