শব্দ ও হৃদয়ের মধ্যে দূরত্ব সামান্যই
ওড়নায় ঢাকা চাঁদের আলো সরিয়ে
নিরলস বাতাসের গান
করমচা গাছের ফাঁকে একটা সকাল
পৃথিবী যখন নিস্তব্ধ হয়ে যায়
জেগে প্রহর গোনে রাতজাগা পাখি
আলস্যতার সংকেত ভেঙে এগিয়ে যাওয়া
কিছু হাড় জিরজিরে গল্পকথা
রচনাকারের নাম মুছে গেছে কবেই
নামহীন কোনও এক বিকেলের মতো
তবুও ভোর হয়
শিশিরে শিশিরে ভরে কচি ধানের আগা
পাখিদের কলরব আরেক নতুনের ডাক