যুদ্ধ মানে ক্রম ঘনায়মান
দু-পক্ষ সৈন্য।
অস্ত্র তরবারি দ্বন্দ্ব,
অথবা বন্দুক , কামান।
অথবা আঠারো দিন, অক্ষৌহিনী
রথারূঢ় তৃতীয় পান্ডব
আকুতি রাধেয়–পুত্র
চক্র কর্দমাক্ত ।
অথবা টেক্সাস… “গুড ব্যাড আগলি”।
কথা নয়, “অ্যাকশন” মুখর,
হেথা হোথা লাশ
আর ধু ধু প্রান্তর।
যুদ্ধ মানে প্রতিপক্ষ
বাক্ ,বাহু, মগজ আগ্রাসী
অশান্ত কল্লোল।
জয় পরাজয় ।
যুদ্ধের সত্য নাম , শত্রু—
বিপক্ষ খেলোয়াড়
সহজ কথায়
অনড় বন্ধন।
যুদ্ধ চলে নেপথ্যে
শ্বেতকণিকার লড়াই
কণায় কণায়—
নীরব মন্থর গতি।
অবিরত ” মিউটেশন”
শত্রু প্রতিরোধ —-
জয়ী হলে বেঁচে থাকার
চরম প্রতিশ্রুতি ।