আমি আকাশকে ছাদ বলি
বাতাসকে আহ্লাদ
জলকে তো জীবন বলে সবাই
আর আলোকে আমি বলি মায়া
এই আকাশ বাতাস জল ও মায়াময়
মেঘলা বিকেল থেকেই জমে ওঠে
গল্প কবিতা আর গান বাজনার আসর
তারপর আর কি কি হতে পারে এই প্রশ্নে
অতর্কিতে চমকে উঠি
যদিও সম্ভাব্য সব কিছুর সম্ভাবনাময় সময়ের জন্য
একটু না একটু অপেক্ষা করতেই হয়
তাই কিছুক্ষণ অপেক্ষা করতে করতে
পেরোই ঢেউ নদী,আকাশের ছায়াপথ
ও আলোর যাদু মহল…
তারপর কিছুক্ষণ ভাবতে ভাবতে ফিসফাস উচ্চারণে ঠোঁট নড়ে ওঠে
পলক ফেলতে থাকে দুই চোখ
বাতাসে বাঁশি বেজে ওঠতেই ফিরে তাকাই
ও ছুটে গিয়ে দখিনের জানালা খুলি
তারপর সমস্ত শূন্যতা অতিক্রম করতে করতে
মনে মনে ক্রিয়াপদে হেঁটে যাওয়া
আর সতর্কিত পা ফেলে নিজেকে খুঁজে যাওয়া শুধু
এ’রকম যাওয়ার মধ্যে ভেতরে বাহিরে
একটা অবিরাম যুদ্ধ থাকেই
যাপনের বৃত্ত ঘিরে শত্রুসেনা খুঁজতে খুঁজতে
সময় গড়িয়ে যায় স্রোতের উজানে
করতলে জমে ওঠে আঁতস কাঁচ ও বরফ স্পর্শ আর ভেতর বাড়ির ছায়া
আমি লিখে ফেলি দিন যাপনের পদাবলি
সময় সারণীতে বেজে ওঠে আশ্চর্য্য সাইরেন …।