যাপনের সব পরীক্ষা প্রস্তুতি নেওয়ার সুযোগ দেয় না,
তাই পথের আলো অন্ধকার -সাফল্য ও শিক্ষা !
হাত বাড়িয়ে বৃষ্টি ধুলো -রাঁজহাস
হাসি ফুরোলেই ঝরে যায় সবুজ
কুঁকড়ে যায় শিকড়
বিন্দু সময় -সাগর !
যুদ্ধ চলবে আলোর মাঠে,
আলোর ঘুমে নিজের সাথে নিজের !
ক্লান্তি শরীরের আসুক
মনের ক্লান্তি -মৃত্যু
হেরে যাবোনা কথা দিয়েছি –
পুরোনো ঘড়ি কে পেরিয়ে নতুন অবধি
পৌঁছে যাবো
ছুঁয়ে নেবো খোলস ছাড়িয়ে
নিখুঁত জীবন !
ফেলে যাওয়া পথে পড়ে থাকবে
অজস্র ছেঁড়া মুখোশ,
ভবিষ্যতে -সারিগানে লেপ্টে থাকা প্রিয় মুখ !