যাবতীয় দুঃখ কষ্ট আমার
বুকেই জমে থাক
এই দুঃখ নদী নিয়ে একদিন নির্ঘাৎ
চলে যাবো মোহনায় l
পশম পালক হয়ে তুমি ভাসবে না হয়
কবিতার চরণ হয়ে স্বাপ্নিক জ্যোৎস্নায়!
ওষ্ঠে আমার প্রজাপতি না হয় বসলোই
দুই ভ্রুর মাঝখান থেকে উড়ে যাক
হলুদ বিষণ্ণ পাতা!
আমি কিন্তু জানি শ্রাবন গ্রন্থি খুলে
এই আমার শেষ চলে যাওয়া!