আমার আছে ক্ষোভ , কষ্ট বিদ্রুপ ভর্তি খাতা ,
আমার মাথার ওপর আলো স্পষ্ট , নেই কোন দলের ছাতা ।
আমার আছে পেট ভর্তি খিদে মায়ের জন্য হাহাকার
আছে সব অন্যায়ের বিরুদ্ধে নীরব চীৎকার ।
এত একা , কত ফাঁকা তবু চলতে থাকি ,
চেষ্টা মানুষের মাঝে থাকা শেখার কত আছে বাকি ।
চারিদিকে শুধু ধান্দাবাজির খেলা ,
চারিদিকে সন্ত্রাস উৎসব কুমীর , হায়না , শিয়াল ,সাপের মেলা ,
একদিকে চরম দারিদ্র্য অন্যদিকে বৈভব ।
কত কান্না আর রক্ত পথের ধূলোতে ,
দেশজুড়ে যেন অশনি সংকেত শুনি ,
মিথ্যাচার কেউ পারেনা লুকোতে ,
অসহ্য লাগে রাজনৈতিক চুলকানি ।