যা পাখি ডানা মেলে উড়ে
পৃথিবীটা দেখ ঘুরে ঘুরে
নয় আর বন্ধ খাঁচার ভিতরে
বইছে বাতাস ফুর ফুরে।
খাল বিল পেরিয়ে দূর দেশে
মেঘের সাথে ভেসে ভেসে
দল বেঁধে ওই নীল আকাশে
খেলবি সকলে হেসে হেসে।
নীল নীলিমায় করবি খেলা
দেখব আমি চেয়ে চেয়ে
ছড়িয়ে সাদা মেঘের ভেলা
যেন ধরতে আসে ধেয়ে।