পচা দুর্গন্ধ জামা রাতের কিনারে
আজও মিথোজীবী স্বপ্নেরা হেঁটে যায় শব্দের ভীড়ে …
যদিও সুতীব্র আঁধারের যবনিকা
নেমেছে জীবনের উন্মুক্ত শ্মশান জুড়ে …
তবুও মুক্তিকে বাঁধতে চাই ফাঁদ পেতে।
বলো, কেমন লাগে
পরিযায়ী অন্ধকারে দিগন্ত ছুঁয়ে দিতে…?
পচা দুর্গন্ধ জামা রাতের কিনারে
আজও মিথোজীবী স্বপ্নেরা হেঁটে যায় শব্দের ভীড়ে …
যদিও সুতীব্র আঁধারের যবনিকা
নেমেছে জীবনের উন্মুক্ত শ্মশান জুড়ে …
তবুও মুক্তিকে বাঁধতে চাই ফাঁদ পেতে।
বলো, কেমন লাগে
পরিযায়ী অন্ধকারে দিগন্ত ছুঁয়ে দিতে…?