যদি বৃষ্টি হতে পারতাম , তাহলে তোমাকে মেঘ বলে ডাকতাম !
তুমি আকাশের এপ্রান্ত থেকে ওপ্রান্ত উড়ে বেড়াতে, আর আমি তোমার সঙ্গে সঙ্গে যেতাম।
যেখানেই তুমি থমকে দাঁড়াবে ,
অমনি আমি ঝমঝমিয়ে পৃথিবীর বুকে ঝরে পড়তাম।
যদি নদী হতে পারতাম , তাহলে তোমাকে সাগর বলে ডাকতাম !
বহু বাধা উপেক্ষা করে দীর্ঘ পথ ছুটে যেতাম শুধু তোমাকে খুঁজে নেব বলে !
আমার যত অহংকার,রাগ, অভিমান সব জলধারা হয়ে তোমাতে বিলীন হতে পারতাম।
যদি পাখি হতে পারতাম , তাহলে তোমাকে আকাশ বলে ডাকতাম !
যখন ইচ্ছা , যেভাবে ইচ্ছা তোমার কাছে উড়ে চলে যেতে পারতাম।
অবাধ বিচরণ হত আমার তোমার ঐ বুকে।
তুমি কিছুতেই মুখ ফিরিয়ে থাকতে পারতে না।
যদি আমি তোমার হতে পারতাম , তাহলে তোমাকে
আমার সবটা দিয়ে তোমাকে আগলে রাখতে পারতাম ,
তোমার বুকে যত সঞ্চিত ব্যথা যন্ত্রণা সব আমার করে নিতাম।
যদি আমি তোমার হতে পারতাম