যত কিছু দেখা তত বেশি শেখা
মন ভরে ওঠে তাতে ,
শত রূপে ধরা জলে স্থলে ভরা
রঙে রসে সেজে মাতে।
কত নদী দেশ নাই তার শেষ
চোখ ভরে দেখে যাই,
ফুলে ফলে সাজে কত শোভা রাজে
রূপ সুধা মাখি তাই।
মাপ জোখ নাই দেখে সবে ভাই
তবু থেকে যায় বাকি,
ফিরে ফিরে চাই যত কাছে যাই
মনে শুধু ছবি আঁকি।
সাধ থাকে মনে দেখা শেখা সনে
মনে সব গেঁথে যাবে,
লিখে গেলে সবে রয়ে যাবে তবে
রবে যারা তারা পাবে।