মেলা শেষ। খেলা শেষ নয়।
মলাটে মলাটে করতল ঘেরা
সব বিচ্ছেদই জানে বাড়ি ফেরা।
তবু যে নিমেষে বাতাসে মিশবে, এত সহজিয়া রেশ নয়।
মেলা শেষ। খেলা শেষ নয়।
কত বন্ধু’র কাঁধে রাখা হাত
কত অছিলায় প্রিয় সাক্ষাৎ
বই দিয়ে ঢাকা চোখই ভাল জানে, এ কোনও ছদ্মবেশ নয়…
মেলা শেষ। খেলা শেষ নয়।
প্রতি সংখ্যায় নতুনের ডাক –
আমাদের মাটি আমাদেরই থাক।
কেউ কাঁটাতার বসাতে পারবে, বই তো এমন দেশ নয়।
মেলা শেষ। খেলা শেষ নয়।