জনসমুদ্র, বিশাল জনসমুদ্র,
শুধু কালো কালো মাথা,
এরা সবাই ভারতবাসী।
আসুন সগর্বে মাথা উঁচু করে বলি,
“ভারত আবার জগতসভায়
শ্রেষ্ঠ আসন নিয়েছে”।
চীন আজ দ্বিতীয়, ভারত প্রথম,
বলো সবাই,”মেরা ভারত মহান”!!!
নেই সাম্রাজ্যের দুনিয়ায়
আছে শুধুই জনসমুদ্র।
জনপ্লাবন আজ প্রতি ঘরে।
নেই অশন; নেই বসন,
একটাই আছে তা জনগণ।
মাথার ওপর আছে অনেক
নেতা, মন্ত্রী,শাসক, শোষক।
চারটি স্তম্ভ ভঙ্গুরপ্রায়।
পক্ষপাতহীনতা অমুলক হেথায়,
শাসক শোষক একজোট;
ভোটের জন্য হয় মহাজোট,
ভোট মিটলেই হয় মহাঘোট।
ভোটের বাজার মাতাতে তাই
হাম দো, হামারে এক-
আজ যে প্রহসনপ্রায় ।।