ডিগ্রীর ঝুড়ি নাই বা থাকুক
মেধা যদি রয়,
জীবন পথে সকল কাজে
পেতে পারো জয়।
মেধা হীনের শিক্ষা বলো
কিছুতে কি হয়?
রূপের ডালি গুণে খালি
কোনো কাজের নয়।
অভিজ্ঞতা মেধার গুণেই
অর্জন করা যায়,
মেধা বাড়ায় মনের বলে
পথটা চলতে তায় ।
মেধা ছাড়া মানুষ যেন
মাঝি ছাড়া দাঁড়,
দিশেহারা স্রোতের মুখে
কেমনে হবে পার?
যোগ্যতা বোধ দেখতে শুধু
ডিগ্রীর সনদ নয়,
মেধার বলে দেশের বুকে
উন্নতিটা হয়।
ডিগ্রী নিয়ে হন্যে হয়ে
বৃথাই ঘোরা সার,
মেধা থাকলে যাবেই খুলে
সম্ভাবনার দ্বার।