ভোরের বেলা জাগি যখন
ঢুপঢাপ শব্দে মন উচাটন
বাতাসে আম ঝরে,
মা হেসে কয়,সোনা মেয়ে
মুখ ধুয়ে, নে দুধটা খেয়ে
আম কুড়োবি পরে।
আম কুড়োতে গিয়ে দেখি
নন্টে – ফন্টে ,ভুলু,মেকি
জমছে সবার মেলা,
সবার হাতে আমের থলে
আমিও সামিল হলাম দলে
আম কুড়াবার বেলা।
ঝিরিঝিরি বৃষ্টি ধারা
দেখে সবাই আত্মহারা
নাচি ডানা মেলে,
ফুড়ুৎ পালায় বৃষ্টি মেয়ে
অচিন দেশে যায় যে ধেয়ে
ডাক বুঝি সে পেলে।
আমায় দেখে বললো যে মা
এখন ছেড়ে ভিজে জামা
পড়তে বসো গিয়ে,
জড়িয়ে ধরে বলি মাকে
মুছে দাও না মা আমাকে
একটু আদর দিয়ে।
পড়তে বসে পূবের কোণে
চোখ চলে যায় আনমনে
মনে খুশির মেলা,
সাদা মেঘের পুঞ্জ মাঝে
রবির হাসির ঝলক রাজে
খেলছে আলোর খেলা।