কবিতারা আজ নিয়েছে বিদায়, তুমি পাশে নেই তাই!
কলমের কালি হয়েছে বিবর্ণ, তুমি পাশে নেই তাই!
ডায়েরির প্রতিটি পাতা জানিয়ে দেয় তোমার অনুপস্থিতি।
একটু আগে আকাশে মেঘ জমেছিল,
বৃষ্টি হয়ে গেল মূষলধারে।
আকাশ এখন পরিষ্কার,
সব মলিনতা ধুয়ে সাফ করে ফেলেছে
এখন আকাশ ঝলমলে, মুক্তোর মত ঝকঝক করছে।
কবিতারা আজ নিয়েছে বিদায়, কিন্তু তুমি তো কোনোদিন বলোনি ‘পাশে থাকবে ‘ !
আমিই ধরে নিয়েছিলাম তোমার পাশে থাকার আশ্বাস।
কলমের কালি হয়েছে বিবর্ণ, কিন্তু কেন?
আমি তো জানতাম তুমি চলে যাবে যেমন এসেছিলে ধূমকেতুর মতো!
ডায়েরির পাতায় আর তোমাকে খুঁজতে ভালো লাগে না।
আকাশে আবার মেঘ জমেছে,
জানি না এর পর কি হবে!