মেঘ বালিকা ! মেঘ বালিকা!
যাচ্ছিস কোথা ভেসে!
আমায় কি তোর সঙ্গে নিবি
অচিন- পুরের দেশে ?
ইচ্ছে করে তোর সাথে ওই
আকাশেতে ভাসি,
তোর আঁচলে মুখটি ঢেকে
দেখতে রবির হাসি।
পুঞ্জ মেঘে থাকিস যখন
দেখতে লাগে ভালো,
মুখখানা ভার করিস যবে
মনটা যে হয় কালো।
ঝর্ণাধারায় ঝরিস যখন
এই পৃথিবীর বুকে,
সোনার ফসলে মাঠ ভরে
কৃষক হাসে সুখে।
রূপোলী তোর রূপের শোভা
দেখতে দারুন লাগে,
তোকে ঘিরেই কাব্যকথা
মুখর সৃজন রাগে।
তোর ছোঁয়াতে কদম কেয়া
পাপড়ি মেলে হাসে,
বিভোর হয়ে মনটা আমার
তোর ধারাতেই ভাসে।