যাদের জন্য হন্যে আকাশ
পাতাল খুঁড়ে চলি ,
বিষন্ন তো তারাই করে
বাকিরা ফুল-কলি ।
কলির খবর শেকড় জানে
শেকড়ে নেই আমি ,
বিষন্নতায় শব্দ ফোটে
কবিতা দূরগামী ।
চলতে চলতে এক পৃথিবী
মুঠোর তলায় ফুটো ,
শেকড় বিহীন শূন্যে ভাসি
মেঘেরা খড়কুটো ।
মেঘ পেতেছি , বৃষ্টি হবো
মেঘের ভিতর ঘর ,
ঘরের উপর মস্ত সবুজ
জীবন অতঃপর ।
জীবন জীবন দাঁড়াও জীবন
বৃষ্টি – নদী হবো ,
সময় দিও সৌরমায়া
মায়ারও তদ্ভব !