মৃত্যুর পথে, পথপ্রদর্শক কালপুরুষ এবং ধ্রুবতারা ।
অমাবস্যার রাতে নাবিক, দিক হারিয়ে দিশেহারা ।
সে ভাবছে মৃত্যুর পথে,সে এগিয়ে যাচ্ছে, ভীষণ স্রোতে ।
ভেবোনা, তুমি নও একা ,
আমরাও যাচ্ছি তোমার পিছে পিছে, হেথা হোতে ।
আমি বলছি তো, তুমি নও একা ।
সেখানে গিয়ে ঠিক হবে আবার দেখা ।
আমরা সবাই একই গন্তব্যের যাত্রী ।
তবে, কেউ ভয়ে দিন খোঁজে , কেউ বা রাত্রি ।
এইভাবে পাহাড়ি পথে হাঁটিতে হাঁটিতে ,
ঝরনার মত আছড়ে পড়বো, একদিন মাটিতে ।
সমস্ত অহংকার হবে চূর্ণ-বিচূর্ণ ,
জীবন খাতা, হিসাবের অংকে, হবে পরিপূর্ণ ।
মৃত্যুমুখেও জীবন বাঁচতে চায়, আরও দুই দিন অধিক ।
এখন পূর্ণিমা, তারাগুলো শেষ রাতে, করছে ঝিকিমিক ।
শেষ পাওয়ার আনন্দেতে আলোকিত চারিদিক ।