সন্দিহান সময়ের গলায় বিষবৃক্ষের সুর-
ঘোলা জলে পাক খেতে থাকে অবিরাম।
দেয়ালের কান গুলো বড্ড বেহায়া,
মানচিত্র ভাঙে নিঃশব্দে দশমিকের ছলাকলায়,
অন্ধকারের গভীর প্রকোষ্ঠে তীব্র ক্ষরণের কৃষ্ণবিবর,
সব রং শুষে নিয়ে শুধুই সাদার বাড়বাড়ন্ত।
ধ্বসের ধ্বংসপ্রবণ চত্বর জুড়ে সারি সারি মনবসত,
চোরাবালির আবর্তে
শীতলপাটি, প্রশান্তির বাতাস পথ হারায় ধূসর দৃষ্টিতে,
ঘুরপাক অস্থির সীমারেখা,
বিশ্বাসের গালিচা জুড়ে কাঁটার গভীর অন্তর্ঘাত।
নতজানু সন্ধ্যায় ফিরে আসুক চেনা ছন্দ,
ঘরফেরা পাখি অনন্ত কূজনে আলো করুক কুলায়,
সাঁঝবেলার শঙ্খধ্বনি মিশে যাক আজানের প্রতিধ্বনিতে,
মানবিক চেতনার রন্ধ্রে রন্ধ্রে সঞ্চারিত হোক মূল্যবোধের মহামন্ত্র……