চলতে চলতে পথে দেখা,
পথেই অবিরাম কথা বলা।
তুমিই সে, যার শান্ত ধ্বনি ব্যক্ত করে কোমল সুর-
আমার ভালো লাগে;
যেন ঝিরিঝিরি হাওয়ায় ঝরছে বরফ কুচি……
কে তুমি প্রায় ছায়ানীল নিঃশব্দ মূর্তি!
জীবনের ক্যানভাসে অচেনা সুখের হাওয়া,
জলরঙে আঁকা ডেইজি…..
ভিড়ের মাঝে সমস্ত হুঁশ নিয়ে আসে,
তুমিও কী স্তব্ধ আমার-ই মতো?
আমি বেশ জানি—!
পার্কের বেঞ্চে মিথ্যের দোসর হয়ে আসে না চুপিচুপি,
পরিণামহীন ভঙ্গুর প্রেমের মত্ত জোয়ারে ভাসে না সে-
এবং….
কামুক প্রেমে দৃষ্টি নিবদ্ধ নয় অন্য শরীরে,
আলোহীন বেলার সমাধিতে নয় অন্ধকার স্ফুলিঙ্গ
অথবা…
অহেতুক জটিলতার ঘূর্ণিপাকে নষ্ট আমিত্বে আচ্ছন্ন না,
আঁকে না সে ক্ষতচিহ্ন প্রেমের শিখায়!
লক্ষ্যনীয়…
সকাল-বিকেল সুখের তাড়ায় সাড়া দিয়ে যায়
খানিকটা আক্ষেপ থাকে….;
তার স্বরচিত পৃথিবীতে, আইভি-লতাকে জড়িয়ে ধরে বাঁচে,
স্বপ্নের অতলে দেখে সবটুকু প্রিয়তমা-
মুহূর্তগুলোর সাথে দাঁড়ায় এসে দ্বারে, কড়া নাড়ে;
চলতে চলতে জীবনের গান শোনায়;
আহা! সেই গান ভাবনার আলোর সরণিতে বলে-
তোমাতে হারাতেই চাই;
বুঝিয়ে দেয় পরিপূর্ণ হলুদ বসন্ত, শপথের কথা,
সোনালী ধানের শীষ বেয়ে নামে বিশুদ্ধ শিশিরের ছোঁয়া!
যেন পান্না সবুজ ঝাউবন, তাতে রোদ পড়েছে।
বিশ্বাস করছো না…?