বজ্র নিনাদ ঘোষিলে ঝমঝমাঝম বৃষ্টি,
চারিদিকে জল থৈ থৈ একি অনাসৃষ্টি।
গগনে গরজে মেঘ শ্রাবণের ধারা
চরাচরে বারিধারা ভাসে তরু চারা।
আষাঢ় শ্রাবণ ধারা মক-মক শব্দ
দাদুরির কলরবে সোনা দেখি জব্দ।
পাখ-সাট তুলে বক দূরে উড়ে চলে
মাছরাঙা ধরে মাছ নেমে আসে জলে।
বজ্র নিনাদ ঘোষিলে ঝমঝমাঝম বৃষ্টি,
চারিদিকে জল থৈ থৈ একি অনাসৃষ্টি।
গগনে গরজে মেঘ শ্রাবণের ধারা
চরাচরে বারিধারা ভাসে তরু চারা।
আষাঢ় শ্রাবণ ধারা মক-মক শব্দ
দাদুরির কলরবে সোনা দেখি জব্দ।
পাখ-সাট তুলে বক দূরে উড়ে চলে
মাছরাঙা ধরে মাছ নেমে আসে জলে।