আকাশের মেঠো পথে বিকেল রোদ
আনলায় জামাদের গ্রাম
পথ হারিয়ে হাটে অনন্তকাল
এক পথ থেকে অন্যপথ
ফেলে যায় ছায়ার নাভিমূলে আগুন
তাপ
উতাপ
হদয়ের পটভূমি
থাকে রং সুতুর স্বাদেশ
আত্মার মামচিত্র
এ গ্রাম মাঠ ঘাট পুকুরের ঘাট
কোকিলের দেশ
কলমির শাক সর্ষের খেত
ঈশ্বর মানুষের পাশাপাশি বাস
আর পদ্মার পানি
ঈশ্বরের হাতে কা স্তে লাঙ্গল
আর পুঁথিপত্তর
জন্মভূমি ধানমাঠ বাংলার ভালোবাসা মানি
খুব মনে পড়ে
পায় রা উড়াউড়ি মুখগুলি
সংসার আর আশ্রুর লক্ষ্মীর ঝাঁপি
মানখারাপের পেন্টিংগুলি
আর
মালবিকা দে
সযত্নে রাখি
গভীর সমুদ্রের বুকে