তোমরা সবাই মিলে কিছু একটা দোষ আমার বার করো,
কিছু একটা দোষ তোমরা সবাই মিলে বার করো,
না হলে অকল্যাণ হবে তোমাদের।
সবাই মিলে তোমরা বলো কী কারণে আমাকে নির্বাসন দিয়েছো।
আমার জন্য কোথাও মড়ক লেগেছে; কোথাও শিশুমৃত্যু,
ধর্ষণ বা গণহত্যার মতো কোনও অপরাধ আমি করেছি,
এরকম কিছু একটা বলো,
নির্বাসনের পক্ষে অন্তত দুটো তিনটে যুক্তি হলেও দাঁড় করাও।
যতদিন না জুৎসই কোনও দোষ ধরতে পারছো,
যতদিন না কাঠগড়ায় দাঁড় করিয়ে ঘৃণার আঙুল
তুলে দেখাতে পারছে কুলাঙ্গারকে,
ততদিন কী করে ক্ষমা করবে নিজেদের!
কিছু একটা দোষ পেলে আমিও স্বস্তি পেতাম।
নির্বাসনকে অতটা নির্বাসন বলে মনে হত না।
কিছু একটা দোষ বার তোক আমিও চাই,
শুভাকাঙ্খী ভেবে তোমাদের ফের আলিঙ্গণ করতে আমিও চাই।
কী দোষে আমাকে সমাজচ্যুত করেছে, বলো।
কিছু একটা দোষ বার করো,
দোষ বার করে দোষ-স্থলন করো নিজেদের।
ইতিহাসকে কেন সুযোগ দেবে ভ্রুকুটি করার!
একখণ্ড মধ্যযুগ এনে সভ্যতাকে কেন কলঙ্কিত করেছো,
কিছু কারণ বার করো এর।
না যদি পারো,
আমাকে বাঁচাতে নয়,
তোমাদের বাঁচাতেই আমাকে মুক্তি দাও