মাঝে মাঝে শরীরে ভর করে একশো আট টা দৈত্য,
আমি ধুলো মাটি !
আর কখনো বা জল ফড়িং
তার ডানায় লেগে থাকা শিশির দিয়ে
আমার ঠোঁটে নদী আঁকে
-কবিতা লিখি !
শিকল আমার পছন্দ না
নীল খোলা মাঠেই আমার দেদার ছুট!
মাঝে মাঝে শরীরে ভর করে একশো আট টা দৈত্য,
আমি ধুলো মাটি !
আর কখনো বা জল ফড়িং
তার ডানায় লেগে থাকা শিশির দিয়ে
আমার ঠোঁটে নদী আঁকে
-কবিতা লিখি !
শিকল আমার পছন্দ না
নীল খোলা মাঠেই আমার দেদার ছুট!