ওপাশ ফিরে রয়েছো তুমি
শয্যা তোমার কন্টকময়
আমারই মতন ভাগ্যহত
বক্ষ ও মন জ্বলে দুরাশায়
তুমি ও নাকি আমারই মতন
দেখেছো অনেক ভুগেছো কত
চিন্তা যেন চীনের প্রাচীর
পাথর তাতে শত শত
মাঝ আকাশে পূর্ণিমা চাঁদ
বেঁধে আমাদের আলিঙ্গনে
শেখায় নতুন আশার ভাষা
নতুন সাহস দেয় যে মনে
অজান্তেই হঠাৎ দেখি
আমরা যেন নতুন দেশে
মনের আঁধার হয়েছে যে দূর
পরষ্পরকে ভালোবেসে