তোমার ঐ মিষ্টি মুখের হাসি
আমি বড্ড ভালোবাসি,
আগলে রাখার প্রতিশ্রুতি দিয়ে
থাকবো তোমার দাসী l
মনের দ্বারে কড়া নাড়লো
অচেনা এক বাতাস,
দমবন্ধ নিঃস্ব হৃদয় অন্তরে
ছিলাম আমি উদাস l
দমকা বাতাসে উড়লো আজ
আমার সাধের ঘর,
ছল-কপট, মিথ্যের জালে
হলাম আমি পর l
সত্যি সব জানতে পেরে
প্রতিবাদ যেই করি,
সবাই মিলে দোষে আমায়
পিছনে বলে মুখপুড়ী l
সব সত্যি না জেনেই ঐ শোন
পিছনে হচ্ছে সমালোচনা,
আমি এখন খারাপ মেয়ে
সকলের এই ধারণা l
মিথ্যে জেনে যতই করো
আমায় গালাগালি,
সময় সব জানিয়ে দেবে
কে সৎ আর কে জালি?
নিজের স্বার্থে ব্যবহার করা
মিথ্যেবাদীর দল,
আমার সততাই আমার কাছে
একমাত্র মনোবল l