পাহাড় যখন হয় মায়াবী উচ্চতা
আমি নীল খামে মোড়া হালকা মেঘ
তোমাকে চিঠি পাঠাচ্ছি
মুঠো ভর্তি প্রেমের আলোকমালা
পেরিয়ে যাচ্ছি অনেক নাম না জানা পথ
আমি তখন গগনচুম্বী
আঁচলা ভরে কুড়িয়ে নিচ্ছি নরম শিশির
হৃদস্পন্দনে লালিত হচ্ছে মায়া
অবশিষ্ট আকাশ থেকে ঠিকরে পড়ছে
ভাঙা ভাঙা তারাদের দেহের টুকরো
সময়ের স্পোকে যেটুকু চলাফেরা
সবটাই উজানের ঢেউ
নদী জানে উপুড় হয়ে থাকা মাটির গন্ধ
ফুটে থাকা সন্ধ্যামণির কোলে
মেশে জোনাকি ভোরের আলো।