আড়মোড়া ভেঙে জেগে উঠছে ঘুমের শহর!
শুধু পথের ক্লান্তির পৃষ্ঠে চলমান নিস্পৃহ সময়,
পায়ে পায়ে ঘর্মাক্ত কলেবরে হয়তো উৎস খোঁজে দীর্ঘায়ুর …
ধাবমান প্রতিটি পদক্ষেপ, ক্ষরণের হতাশা আগলে রাখে!
ইন্দ্রিয়ের লৌকিক জরা কাল…
ডিএনের কোনে কোনে– নির্ধারিত ক্ষুদ্রাতিক্ষুদ্র জটিল জীবন রেখা বংশগতির তাত্ত্বিক উপাত্ত
আমাদের অনাগত পেষণার মুহূর্ত,
ভাসায় ডোবায় ক্ষণিকালয়ের চরিত বোধদয়ের বিভূতি যত…
তবুও নির্ভরতার আকুতি নয়!
নয় মায়া ভ্রম অযাচিত পিছুটান,
অবলম্বনের হাত যদি গুটিয়ে যায় যাক,
অবেলার এই পথ আর শেষের দীপ্ত চরণ!
একান্ত শুধুই আমার… ।