আমাদের সময় মাস্টার মনে, ভীষণ রাশভারী ।
পান থেকে চুন খসলে পরে, পড়তো পিঠে বাড়ি ।
বাড়ির কাজ পাই টু পাই ।
স্কুলের পড়া মুখস্ত চাই ।
নইলে ভারী বিপদ ।
হোক না ছেলে যতই বদ ,
বেতের কাছে জব্দ ।
লাল চোখে তাকালেই, স্তব্ধ সকল শব্দ ।
মাস্টার মশাই ডাইনে গেলে আমরা যেতাম বাঁয়ে ।
ভুল ত্রুটি হলেই পরে, পড়তো শিকল পায়ে ।
শিক্ষাগুরু এমনই হয় ,
দুষ্টুমি ছিল মনে মনে ।
এখন আর তেমনটা নয় ,
কে কার কথা শোনে ।
মাস্টারমশাই শাস্তি দিলে ,
ছাত্রের হাতে ছোরা ।
কেমন এরা ছেলে পিলে ,
সম্পর্কটা শিল – নোড়া ।