হৃদ- মন্দিরে ভক্তি ভরে
মায়ের আসন পাতা,
স্নেহ মায়ার আঁচল ছায়ার
স্তন্য সুধার দাতা।
সন্তান সুখে মায়ের মুখে
ঝরে খুশির আলো,
একটু ব্যথায় বিষাদে তায়
মায়ের মুখটি কালো।
আগলে বুকে লালন সুখে
স্বপ্ন চোখে ভাসে,
গড়তে জীবন মা অনুক্ষণ
শ্রমটা করেন রাশে।
চান না কভু মাতা তবু
বিনিময়ে কিছু,
মাথা নত দেখি যত
শ্রদ্ধাতে হয় নিচু।
মায়ের মতন পরম রতন
নেইকো ধরার ‘পরে,
করলে যতন খুশি যে হন
আশিষ শিরে ঝরে।