শ্রাবণ মেঘে আকাশ কালো
মেঘে ঢাকা তারা,
দেখতে যে চাই মাকে আমার
মন যে পাগল পারা।
মেঘবালিকা! সই রে আমার
জানিস তোরা সবাই ?
মায়ের মুখটি না দেখলে যে
কান্না আসে রে ভাই!
বাবা বলে, আকাশে মা
তারা হয়ে আছে,
রাতের বেলা দেখতে পাবো
মাকে তারার কাছে।
তাইতো আমি আকাশ পানে
দেখি ব্যাকুল চোখে,
ঝিকিমিকি তারা দেখে
মনটা ভরে সুখে।
মা যে আমার তারার ভিড়েই
দেখেন আমায় চেয়ে,
আশিস ধারা আমার মাথায়
মায়ের চোখটি বেয়ে।
আজকে আকাশ ঢাকলি মেঘে
লুকালো সব তারা,
কেমন করে থাকবো আমি
মায়ের আদর ছাড়া?