মায়ের আদর চায় খোকা
পরাণ ভরে নিতে,
এমন মধুর পরশ ভবে
পারেকি কেউ দিতে!
চাঁদের হাসি খোকার মুখে
ভুলায় সকল দুখে,
বুকের মাঝে জড়িয়ে মায়ের
বুকটি ভরে সুখে।
ধন দৌলত কোন কিছুই
নয়তো এর তূল্য,
নাড়ি ছেঁড়া ধন সন্তান
মায়ের কাছে অমূল্য।
হাঁটতে চলা শিখবে খোকা
মায়ের হাতটি ধরে,
বর্ণমালার শেখাবে মা তার
স্নেহ মমতা ভরে।
এমনি করে একদিন খোকা
মস্তবড়ো মানুষ যবে,
ভক্তি শ্রদ্ধায় রাখলে মাকে
তবেই সবে সুযশ কবে।