সামনাসামনি নাই বা হলো দেখা
আজকাল তো আমরা সবাই একা
অন্ধকার হাতড়ে হাতড়ে পথ চলা
নিজের কাছে নিজের কথা বলা
সবার জন্য আলাদা আলাদা ঘর
কাছের মানুষ ও এখন হয়েছে পর
বহুদিন ধরেই বন্ধ মনের জানালা
এলোমেলো হয়েছে জীবনের আলনা
চারিপাশে শুধু ধূ ধূ মরুভূমি দেখি
হাত ছাড়িয়ে গেছে উড়ে সুখপাখি
অস্তিত্ব সংকটে আজ কায়াহীন ছায়া
জীবনের খেলাঘরের কাটাতে মায়া।