মায়াবী মনেতে লিখনী সনেতে
চলে সৃজনের খেলা,
ভাবের সাগরে মনন মাঝারে
কেটে যায় সুখে বেলা।
কত হাসি গাঁথা হৃদি মাঝে পাতা
কল্পনা রঙে মেশে,
শব্দ ভাঁড়ারে বেছে নিয়ে সারে
রচেন সুখের রেশে।
চোখ মেলে দেখে অনুরাগ মেখে
সাজান মনের মত,
নানা রঙে ছবি রচে যান কবি
নিরলসে বসে শত।
উপমা বাহারে সাজে সারে সারে
অরূপ ছন্দ মেলা,
কবির হৃদয় বড়ো মায়াময়
ভাসান রসের ভেলা।
সাবলীল ছন্দে কবি রচে নন্দে
মনের গহনে যাহা,
পড়ে সুধীজন বড়ো খুশি হন
তারিফে বলেন, আহা!
পাঠে রত থেকে কবি যত শেখে
কাব্য কবিতা মাঝে,
ঋদ্ধতা বাড়ে লিখে কবি সারে
পাঠক সমাজে রাজে।