দেখো সখি,দেখবে নাকি
আধফালি চাঁদ মিষ্টি হেসে,
ইশারাতে বলছে বুঝি
থাকতে দোঁহে প্রেমের রেশে।
ওই দেখো না জোছনা ঝরে
অনুরাগে ফুলের ভালে,
প্রেমিক অলি মুচকি হেসে
বেড়ায় কেমন ডালে ডালে।
মিটিমিটি জোনাক জ্বলে
ঝোপঝাড়েতে মাঝে মাঝে
চাঁদনী রাতের রূপটা দেখে
ভালোবাসার খুশি রাজে।
শীত কুয়াশার চাদর ঘেরা
মায়াবিনী চাঁদের আলো,
চলো না গো যাই হারিয়ে
লাগবে জেনো ভীষন ভালো।
জোনাক জ্বলা চাঁদনী রাতে
স্বপ্ন এঁকে চোখের পরে,
প্রেমের ফাগে মন রাঙিয়ে
ভাসবো দুজন সোহাগ ভরে।