মানুষরূপে জন্ম লয়ে, মনুষত্ব কই ?
বেঁচে আছি পশু হয়ে, মানুষ মোরা নই ।
লুপ্তপ্রায় সৌজন্যবোধ ।
আবছা আঁধারে ঢাকা ভাতৃত্ব বোধ ।
জমি দখলের লড়াইয়ে শোধ – প্রতিশোধ ।
মেঘের দূষণে মিলিয়ে গেছে উজ্জ্বল রোদ ।
মনুষ তবু মানুষ নই, এই কলহের পৃথিবীতে ।
শিক্ষিত সবাই কিন্তু অবদান নগন্য সভ্যতার হিতে ।
সব কিছুই নিজের তরে ,
ভাই বলে জড়িয়ে ধরে ,
এমন মানুষ কই ?
তাই তো বলি, এই আসরে ,
মানুষ হয়েও, মানুষ আমরা নই ।
অন্তরে উঁকি দিলে দেখা যাবে ,
পশুর চাইতেও হিংস্র মোরা স্বভাবে ।
বিবেক – বুদ্ধি বইয়ের পাতায় ,
পড়া হয়নি, ধুলো পড়ে যায় ।