আকৃতিতে মানুষ হলেই
নয়কো মানুষ যারা,
প্রকৃতি যার পশুর অধম
অমানুষ যে তারা।
বাইরে ভালো অন্তর কালো
লোকের ক্ষতি করে,
সমাজ বুকে ঘুণপোকা তাই
এরাই আছে ভরে।
মানবতা নাইকো তাদের
বিবেক দোরে তালা,
দুষ্টমতি ছলকপটে
গায়ে ধরায় জ্বালা।
পরের ভালো দেখলে যারা
হিংসায় জ্বলে পুড়ে,
তেমন মানুষ হতে থাকবে
শতেক যোজন দূরে।
জ্ঞানে হুঁশে বিবেক বোধে
যেসব মানুষ থাকে,
সবাই তাঁকে মান্য করে
মানুষ বলে তাঁকে।