জীবনের সাদা পৃষ্ঠায়
মধ্য লগ্নে কালির আঁচড় !
যেন একটা পুরোনো হিসেব মেটাতে এক অভদ্র কাপালিকের আবির্ভাব।
কপালকুণ্ডলা কিংকর্তব্যবিমূঢ়!
আচমকা সাদা পৃষ্ঠায় সাইকো কালবৈশাখীর তাণ্ডব!
কপালকুণ্ডলা ভাবে কাপালিক হয়ত
মাতৃদুগ্ধ থেকে বঞ্চিত !
নাহলে সন্তান ডাক শোনেনি !
সাংসারিক জীবনে হয়ত একশ শতাংশ অসুখী!
নয়ত প্রেমে অসফল!
নাহলে…
মাকন্দ , চোখে কাপালিকের ভুঁইফোড় উদ্দামতা পাগল সাব্যস্ত করেছেন বিচারক!
কপালকুণ্ডলা আজ খুব খুশি
দুর্বাসা ,রাহু কেতু সব আপদ থেকে মুক্তি আজকে।
কপালকুণ্ডলা শুনতে পাচ্ছে অশুভ শক্তির পতন!
কপালকুণ্ডলার অট্টহাসিতে অনুরণন হচ্ছে দৈব বাণী–
নরকের কীট তোর নরকেও স্থান নেই!