কথাটি আজ যে বড় হাস্যকর
“মানব অধিকার”,
মানুষের রায়ে পেয়ে অধিকার
চালায় অত্যাচার!
মানুষ কাঁদে যে, কাঁদে মানবতা
নেই কেউ যে দেখবার,
দলিত বলে সে, পুড়িয়ে মারে,
সবলের অত্যাচার!
শাসনের নামে শোষণ চালালে
কেউ বলে না কথা,
ধড়িবাজ আর ভন্ডেরা আজ
বোঝে কি গরিব ব্যথা?
রক্ষক যদি ভক্ষক সাজে
রক্ষা করবে কে আর,
সেখানে থাকে না যে ভাই
মানুষের অধিকার!
নারী নির্যাতন,নারী ধর্ষণ
নিত্যদিনের ব্যাপার,
নারী অধিকার ভুলন্ঠিত
রক্ষা করবে কে আর।
ন
অধিকার, অধিকার বলে
যতই হোক্ চিৎকার
বড় হাস্যকর শোনায় কথা
মানব অধিকার!