মানবতা হলো মহান ধর্ম,
সব ধর্মের ‘ পরে।
কিন্তু মানুষ তাহা না বুঝিয়া,
মিছে হানাহানি করে।
তাই ধর্মের ভেদ ভুলিয়া হেথায়,
সবে মিলি পরস্পরে।
গড়ে তুলি এসো মহান পৃথিবী,
সকলের হাত ধরে।
না মানি ধর্ম জাতিভেদ আর,
ছোঁয়াছুঁয়ীর রীতি।
সকলের হাত ধরে এসো গাহি,
মিলনের মহাগীতি।
যদি জিজ্ঞাসে কেউ ,কি জাত তোমার,
ধর্মই তব কিবা ?
বলিও তাহারে মানুষ আমি গো,
করি মানবের সেবা ।
তোমরা যাহারা মানুষে মানুষে,
বিভেদ গড়েছো এবে।
পারিবে না তারে করিতে পৃথক,
চেষ্টা করিয়া সবে।
তাই মোল্লা পুরুত তোমারেও বলি,
ধরো আমাদের হাত।
মানবতা হোক সকলের ব্রত,
ভুলে গিয়ে জাতপাত।