মা•••
তোমার জন্য আগলে রেখেছি শুদ্ধ ভালবাসা,
তোমার জন্য গোধূলি বেলায় এই বাইরে আসা,
তোমার জন্য জমিয়ে রেখেছি সমস্ত আশা;
তোমার জন্য ভুলে গেছি আমি সমস্ত উচ্চাশা।
মা•••••
তোমার জন্য মন উচ্ছ্বসিত এই শরৎ বেলায়,
তোমার জন্য রেখেছি ফুল শিউলি তলায়,
তোমার জন্য চেয়ে আছি ওই মেঘের ভেলায়;
তোমার জন্য মনকেমন করে কাশের দোলায়।
মা•••••
তোমার জন্য আরতি দীপ জ্বালিয়ে রেখেছি,
তোমার জন্য পদ্মপুকুর থেকে পদ্ম তুলেছি,
তোমার জন্য একশো আট পদ্মের মালা গেঁথেছি;
তোমার জন্য বিবর্ণ বস্ত্র আজ তোরঙ্গে লুকিয়েছি।
মা•••••
তোমার জন্য সেজেছে বাজার পসরা সাজিয়ে,
তোমার জন্য বুভুক্ষুর কান্না কখন গেছে শুকিয়ে,
তোমার জন্য ধনী-গরীব বাঁচে একাত্মতার স্বপ্ন নিয়ে;
তোমার জন্য বাংলার মুখ ভরোসা নিয়ে আছে চেয়ে।।