মাতৃসেবা করে যেজন
তার প্রতি রব খুশি যে রন
আশিস রাখেন শিরে,
মায়ের হাসি মায়ের মায়া
স্নিগ্ধ শীতল করে কায়া
শান্তি থাকে ঘিরে।
যতেক মধু মা আখরে
স্বর্গ সম সুধায় ভরে
আর কিছুতে নাহি,
ক্ষুধায় মুখে ধরে স্তন্য
জীবন বাঁচে হয়ে ধন্য
মায়ের জয় গান গাহি।
জগৎ সেরা ধনে জানি
মায়ের তূল্য নয়কো মানি
মাতা জগত শ্রেষ্ঠা,
লালন করেন যতন ভরে
দুঃখ কষ্ট সহ্য করে
মেটান ক্ষুধা তেষ্টা।
মায়ের যতন করে যারা
সদা সুখে থাকে তাঁরা
মায়ের আশিস নিয়ে,
ভবের মাঝে সন্তান যত
মাতৃসেবায় থাকলে রত
সুখে ভরবে হিয়ে।