মাতৃত্বে পাওয়া বিষম স্থূলতা ,
কেঁড়েছে প্রভূত লালিত্যময়তা ।
ডার্ক – সার্কেল থেকে স্ক্র্যাচ মার্কস ,
তবুও ইন্দ্রিয় জুড়ে এ কোন মহোল্লাস ?
অ্যানাসথেসিয়ার আচ্ছন্নতায় প্রথম দেখা তোর মুখ ,
হয়তো একেই বলে নাড়ী ছেঁড়া অমৃতের সুখ ।
যখন প্রথম তোকে ছুঁই , ছোট্ট একটা নরম শরীর ,
যেন রাত্রি শেষে কুড়িয়ে পাওয়া ভোরের একটি শিশির ।
মাতৃত্ব নিংড়ে সুধা ঢেলে যায় দিবানিশ ,
মাতৃত্ব একলা জাগে কেবল অহর্নিশ ।
মাতৃত্বের মরণ কোথায় ?
দুলছে সবই পেন্ডুলামের দোলায় ।
আজ যে রাজা কাল তো ফকির ,
সর্বব্যাপী আরক্ত মায়ার ফন্দিফিকির ।
পড়ন্ত বারবেলায় , ছায়ায় অতিক্রান্ত কায়া ,
মাতৃদুগ্ধের সৌষ্ঠবে বইছে তপ্ত লু হাওয়া ।
বলিষ্ঠ যৌবন সদর্পে আঘাত হানে ,
আত্মঅহমিকায় উৎপাটন করে সমূলে ।
কয়েক যুগের ঘটুক দুরন্ত অবসান ,
চিত্রপটে মুখ থুবরে মাতৃক্রোরে সন্তান ।