সন্ধা নামে রাত্রি নামে দুয়ার আঁটি
ধূপ-দীপ সব জ্বালিয়ে রাখি পরিপাটি,
হারানো সেই গন্ধ খুঁজি ধূপের মাঝে
ফিরবে না তবু পদধ্বনি বুকে বাজে ।
জ্বালিয়ে প্রদীপ অলস রাতে
সাজাই তোমায় চন্দনে আপন হাতে
মালা খানি পরিয়ে দেই তোমার গলে
আকাশ পারে হাজার তারা ওঠে জ্বলে,
খুঁজে ফিরি নিভৃতে এক অবুঝ আমি
হারিয়ে যাওয়া শেষ আশ্রয় আঁচল খানি।
তারার বুকে তারা জ্বলে দূর আকাশে
মায়ের গন্ধ মাটির গন্ধ মিলেমিশে হাওয়ায় ভাসে,
হারানোর যা সব হারিয়ে আমি
শূন্য হাতে জড়িয়ে ধরি পা দুখানি
পা কোথা সব দূর আবেশে
তোমার গন্ধ হাওয়ায় ভাসে
অশ্রুজলে ধুইয়ে তোমার চরণ চুমি
শীতল হাতের স্পর্শে ভূমির ‘পরে তোমায় নমি
তোমার আশীষ ঝরুক বুকে ,
জ্বলুক তারা দলে দলে
ধূপ–দীপ গন্ধে ভরুক আকাশ ,
ফুটুক কুসুম চরণ তলে ৷