মাটির মানুষ দেখেছো কি তুমি ?হাতে পায়ে কাদা মাখা
সাঁতার দিয়েছে খাল বিল নদী, চড়েছে গাছের শাখা ।
জাল ফেলেছে পুকুরে পুকুরে, ঘাই মারিয়েছে পায়
আলপথ ভেঙ্গে ধান বুনেছে, মেঠোপথে আলোছায় ।
ফুটবল খেলে বাড়ি ফিরেছে, সন্ধ্যা নামার পর
পুকুর ঘাটে হাত পা ধুয়ে, জুতো পায়েই ঘর ।
বর্ষার শুরু তপ্ত মাটিতে, প্রথম বৃষ্টি নামে
সোঁদা গন্ধে ভরে যায় মন, চিঠি আসে নীল খামে ।
মা বলতেন সর্বনাশা, বঁড়শি তাস ও পাশা
গ্রীষ্মকালে ক্লান্ত মনে,লাঙ্গল করত চাষা ।
কৃষাণী দাঁড়িয়ে গাছের তলায়,খাবারের ঝুলি হাতে
গৃহিণী গোয়ালে গরু ছেড়ে দেয়, ঊষায় রাঙানো প্রাতে ।
খুঁটি বেয়ে ওঠে চড়ুই বাসায়, মুঠো ভরে তোলে ডিম
মায়ের হাঁড়িতে চুরি করে চাল, কুমড়ো পটল সীম ।
দুঃখী মানুষের দুঃখ ঘোচাতে,অকৃপণ হাতে দান
মাটির মানুষ প্রণম্য যিনি, হয়তো বা ভগবান !