কপোতাক্ষ নদী সাগরদাড়ি গ্রাম
তোমার জনমে ধন্য,
যশোর জেলা হলো খ্যাত
কবি তোমার জন্য ।
ইংরেজি সাহিত্যে আসক্তি বশে
কীটস বায়রণ পাঠে,
উচ্চ অভিলাষ গেলেগো চলে
সুদূর বিদেশ বাটে।
বিদেশি সাহিত্যে আকণ্ঠ ডুবেও
পিপাসার্ত তব চিত্ত,
ইংরাজী অনুবাদ রত্নাবলী নাটকে
পেলেন যশের বিত্ত।
হতাশ মননে একদা স্বপনে
বঙ্গ কুললক্ষীর বরে,
স্বদেশভূমে ফিরে এলে তুমি
দেবী সরস্বতীর বরে।
বঙ্গমায়ের ভাড়ার ভরা যে
অতুল সকল রত্ন,
নিষ্ঠা সাধনার সোনার ফসল
লভিতে নিলেগো যত্ন।
অমিত্রাক্ষর ছন্দ,সনেট,ত্রিপদী
অমর তোমার সৃষ্টি,
মেঘনাদ বধ,ব্রজাঙ্গনা,বীরাঙ্গনা
অবিনশ্বর তব কৃষ্টি।
অমিয় মাধুরী রসে সিঞ্চিত
কাব্য তোমার কবি,
বিশ্ব হৃদয়ে চির বরণীয়
অঙ্কিত তোমার ছবি।