তোমার জন্য কোনো বিশেষ দিনের দরকার নেই,
তুমি আছো জুড়ে সব জায়গায়:সবখানেতেই,
জন্ম নিয়েছি তোমার রক্ত অস্থি- মজ্জা দিয়ে,
হলাম বড়ো তোমার সবটুকু নিংড়ে নিয়ে,
গোত্রান্তর হলো, এলাম নতুন ঘরে,
তবু সবখানেতেই মাগো ,তোমায় মনে পড়ে,
মাঝে মাঝে কত্ত রাগ; অভিমান কত শত,
হাসিমুখে সামলাও অভিযোগ যতো,
নিজেও হয়েছি ‘মা’ , আছে এক মেয়ে,
আজ হাসিমুখে সব সয়ে যাই,তার মুখ চেয়ে,
ভালো থেকো মা , তোমার নেই কোন তুলনা,
জগতের সব চেয়ে মিষ্টি ডাক ,মা মা মা।