সবাই বলে মা আসছে
চারদিকে তাই সাজগোজ
ডুম ডুম ঐ ঢাক বাজছে
হৈ রৈ ঐ খাবার ভোজ
আমারও তুমি মা ?
হেই মা তুমি , কেমন মা !
ধুলিতে পড়ে কাঁদছি কত,
লাল জামা নয়, নগ্ন পা
একটু কিছু খাবার মতো
দাও না মোরে মা।
আসবে বলে দিবারাত
আনন্দে সব নাচছে দেখো,
না আছে ঘর, না আছে ভাত
মাটির প’রে আমায় রাখো
কেমন বিচার মা।
জনম থেকে পথের মাঝে
নিজে ত আমি, আসিনি হেথা !!
মানুষ মাকে পাই নি কাছে,
খাবার চাই , খাবার ক্ষুধা
কেমনে আমি ,
বাঁচব , বলো মা।